শ্বশুরবাড়ি যাওয়ার পথে ম্যাজিস্ট্রেটের হাতে প্রবাসী ধরা
টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন না মেনে শ্বশুরবাড়ি যাওয়ার পথে জাপানফেরত এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ মার্চ) দুপুরে পৌরসভার জেলখানা মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ জরিমানা করেন।
তিনি বলেন, ওই প্রবাসী গত কয়েক দিন আগে জাপান থেকে দেশে ফিরে জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। সোমবার সকালে পরিবার নিয়ে তিনি সখীপুরে শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছিলেন। খবর পেয়ে ওই প্রবাসীকে পৌর শহরের জেলখানা মোড় এলাকায় পথরোধ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা বলেন, কোয়ারেন্টাইন না মানায় ওই প্রবাসীকে এ জরিমানা করা হয়। পরে তাকে একটি ঘরে একাই থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম