গাইবান্ধায় অনির্দিষ্টকালের জন্য কিস্তি আদায় বন্ধের নির্দেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৪ মার্চ ২০২০

গাইবান্ধার সকল এনজিওর কিস্তি আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। সোমবার (২৩ মার্চ) রাতে নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেন, করোনা প্রাদুর্ভাবে নিম্ন আয়ের মানুষদের আয় কমে যাওয়ায় এবং কাজের পরিধি কমে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো।

এদিকে সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, সোমবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ১৩৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৩৫ জনই বিদেশি। তারা যাতে নিয়মের বাইরে না চলে সে জন্য তাদের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।

অপরদিকে সাদুল্যাপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. নবী নেওয়াজের দেয়া পত্রের প্রেক্ষিতে রোববার (২২ মার্চ) বিকেল থেকে সাদুল্যাপুর লকডউন করা হয়।

এছাড়া গাইবান্ধা পৌরসভা তাদের নিয়ন্ত্রণাধীন পৌরপার্ক এবং এসকেএস ফাউন্ডেশনের নিয়ন্ত্রণাধীন এসকেএস ইন লকডাউন ঘোষণা করেছে।

জাহিদ খন্দকার/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।