২৫০ পিপিই পেলেন ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৪ মার্চ ২০২০
ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া নিয়ে চিন্তিত দেশের চিকিৎসকরা। নিজেদের সুরক্ষার বিষয়টি নিশ্চিতকরণে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) দেয়ার দাবি জানিয়েছেন তারা। এর প্রেক্ষিতে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৫০টি পিপিই দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১০০ এবং ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জন্য ১৫০টি পিপিই দেয়া হয়েছে। এসব পিপিই চিকিৎসকদের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়াও জেলা সদর হাসপাতাল থেকেও কিছু পিপিই এনে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জন্য গতকাল আমাদের কাছে ১০০টি পিপিই এসেছে। এগুলো চিকিৎসকদের মাঝে বিতরণের কাজ চলছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, এ হাসপাতালের চিকিৎসকদের জন্য ১৫০টি পিপিই এসেছে। এগুলো বিতরণ করা হচ্ছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।