আখাউড়া দিয়ে দেশে ফিরছেন ভারতে আটকে পড়া যাত্রীরা
করোনভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১২ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেয় ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট কর্তৃপক্ষ। শুধুমাত্র কূটনৈতিক, অফিসিয়াল, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও প্রকল্পের ভিসা ছাড়া সব ধরণের ভিসাধারী যাত্রীদের প্রবেশ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
বাংলাদেশ থেকে যাত্রী প্রবেশ বন্ধ করে দেয়ার কারণে এখন শুধু বাংলাদেশি যাত্রীরা আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশ ঢুকছেন। মূলত যারা ভারতের নেয়া সিদ্ধান্তের আগে ভারতে প্রবেশ করে সেখানে আটকা পড়েছিলেন তারাই এখন দেশে ফিরছেন। গতকাল সোমবার (২৩ মার্চ) আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ৪০ জন আটকে পড়া বাংলাদেশি দেশে ফিরেছেন।
এদিন সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনের একজন কর্মকর্তাও ভারত থেকে বাংলাদেশে এসেছেন। এর বিপরীতে ভারতীয় একজন ছাত্র চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টা পর্যন্ত শুধুমাত্র ১০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে।
চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, যারা ভারতে আটকা পড়েছিলেন তারাই এখন দেশে ফিরছেন।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর