যুক্তরাষ্ট্র প্রবাসীর সংস্পর্শে আরও দুজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৮ মার্চ ২০২০

গাইবান্ধায় যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে এসে আরও দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।

সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে আসা সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় আইইডিসিআরের প্রতিনিধি দল। শুক্রবার (২৭ মার্চ) গাইবান্ধার আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করে আইইডিসিআর। এ নিয়ে গাইবান্ধা জেলায় এ পর্যন্ত চারজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

তিনি বলেন, আক্রান্ত চারজনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন তিনজনসহ ২২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় ১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এদিকে, করোনা প্রতিরোধে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব টহল দিচ্ছে গাইবান্ধায়। শহরের রাস্তাঘাট ফাঁকা। বাড়ি থেকে কেউ বের হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের মুখে পড়তে হয়। ওষুধের দোকান, কাঁচাবাজার ও মুদি দোকান ছাড়া অন্যান্য সব দোকান বন্ধ।

জাহিদ খন্দকার/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।