১ এপ্রিল থেকে রাজশাহীতে করা যাবে করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৮ মার্চ ২০২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল। এ জন্য প্রস্তুত হচ্ছে বিশেষ ল্যাব। শনিবার (২৮ মার্চ) দুপুরে ল্যাব প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ কথা জানান।

তিনি বলেন, গতকাল শুক্রবার থেকে করোনাভাইরাস শনাক্তে ল্যাব প্রস্তুতের কাজ শুরু হয়েছে। আগামীকাল রোববারে মধ্যে পিসিআর মেশিন স্থাপন কাজ শেষ হবে। এরপর পিসিআর মেশিন পরিচালনার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ আসবেন। আমরা আশা করছি আগামী ১ এপ্রিল থেকে রাজশাহীতে করোনাভাইরাস শনাক্ত কার্যক্রম শুরু হবে।

raj

এ সময় রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ল্যাব স্থাপন কাজের অগ্রগতি হয়েছে। আপনারা সবাই মেয়র মহোদয় ও আমার ওপর আস্থা রাখুন। এছাড়াও করোনা পরীক্ষার কিট চলে আসছে।

পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

raj

উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের চারটি কক্ষে এই ল্যাব প্রস্তুত করা হচ্ছে। গত বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন রাজশাহী মেডিকেল হাসপাতালে এসে পৌঁছেছে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।