সর্দি-কাশিতে মারা যাওয়া ব্যক্তির মেয়ের বাড়ি লকডাউন
পটুয়াখালীতে সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির মেয়ের বাসায় লাল পতাকা টানিয়ে দিয়ে লকডাউন করেছে প্রশাসন। রোববার দুপুর ১২টায় শহরের কালিকাপুর এলাকার বাদবরবাড়ি সংলগ্ন বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি এ লকডাউন ঘোষণা করে মৃত ব্যক্তির পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি বলেন, মৃত ব্যক্তি শরীরের করোনাভাইরাস থাকার সন্দেহ করায় তার মরদেহ থেকে স্যাম্পল গ্রহণ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে। এ রিপোর্ট না আসা পর্যন্ত এ বাড়ি লকডাউন ঘোষণা করা হলো।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এর ব্যতয় ঘটলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে মৃত ব্যক্তি হেপাটাইটিস রোগে আক্রান্ত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার (২৮ মার্চ) বিকেলে সর্দি- কাশিতে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/পিআর