বেতনের টাকা দিয়ে ৩ হাজার মানুষকে খাবার দিচ্ছেন এমপি জোয়াহের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলায় কর্মহীন হয়ে ঘরে থাকা ৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। তিনি তার বেতন থেকে খাদ্য সহায়তার জন্য চার লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। দুই উপজেলার ইউএনও ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কর্মহীন মানুষের হাতে সংসদ সদস্য নিজে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সখীপুর উপজেলা হল রুমে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জোয়াহেরুল ইসলাম।

Tangail-Rice-Distubution

এ সময় তিনি বলেন, বাসাইল-সখীপুরের কোনো কর্মহীন ও দরিদ্র মানুষ না খেয়ে মরবে না। করোনাভাইরাসকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করে আমরা সফলকাম হব ইনশাআল্লাহ।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার লেবু, সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।