যৌনকর্মীদের নিত্যপ্রয়োজনীয় বাজার দিলেন মেয়র
করোনাভাইরাস সংকটকালে পটুয়াখালী পৌর শহরের যৌনপল্লীর ১৮০ জন যৌনকর্মীর মাঝে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করেছেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টায় এসব সামগ্রী বিতরণ করেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণকালে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক মৃধা, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট কাজল বরণ দাস, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম মতিন মাহামুদ জাহিদ, মহিলা কাউন্সিলর নাজিরা ইসলাম রিয়া মনিসহ পৌরসভার অন্য কাউন্সিলরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চল্লিশোর্ধ্ব এক যৌনকর্মী বলেন, ‘আমাদের জীবন অন্ধকারে ঢাকা। যৌবনের সৌন্দর্য শেষ হয়েছে এই পল্লীতে। সবাই আমাদের ঘৃণা করে। আমরা মারা গেলে কেউ আমাদের জানাজাও দেয় না। কবর তো ভাগ্যের ব্যাপার। আগে ভালো আয় হতো এখন খদ্দের কমে এসেছে। তার মধ্যে আজ ৯ দিন কোনো আয় নেই। সরকার সব বন্ধ করে দিয়েছে। এক বেলা খেয়ে দিন চালিয়েছি। আমরা না খেয়ে থাকলেও কেউ আমাদের খোঁজ রাখে না।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি আমরা ভালো না। আল্লাহর কাছে বলি আল্লাহ রিজিকের মালিক তুমি। আজ আল্লাহ আমাদের জন্য স্যারকে (মেয়র) পাঠিয়েছেন। সে আমাদের চাল, আলু, ডাল ও তেল দিয়েছে। আজ পেট ভরে ভাত খেতে পারব।’
পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজ তাদের এই দুঃসময়ে আমার পাশে দাঁড়ানোর সময়। ইতোমধ্যে পৌর এলাকার নিম্ন আয়ের মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান শুরু করা হয়েছে। এছাড়া ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে। আমার পৌর এলাকার মধ্যবিত্ত পরিবারের মাঝেও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে যৌনপল্লী বন্ধ করে দেয়া হয়েছে। এতে তারা কর্মহীন হয়ে পড়েছে। সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর মানুষদের যাতে অনাহারে দিন কাটাতে না হয় তার জন্য ১৮০ জন যৌনকর্মীর মধ্যে চাল, আলু, ডাল ও তেল বিতরণ করা হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/বিএ