করোনায় নিউইয়র্কে মারা গেলেন বাংলাদেশের সাবেক এসপি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের সাবেক পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমানের (৭০) মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। এক সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন তিনি। বেনাপোলে থাকা জিল্লুর রহমানের ছোট ভাই মো. মওদুদুর রহমান তোতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল পৌরসভার গাজীপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমান চাকরি থেকে অবসর নেয়ার পর ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে চলে যান। নিউইয়র্কে মেয়ের বাসায় বসবাস করেছিলেন তিনি।

কর্মজীবনে বরগুনার বেতাগির ওসি, আমতলির ওসি, কক্সবাজার পর্যটন পুলিশ, সিআইডি, ঢাকা রেলওয়ে পুলিশের এসপি, রাজারবাগ পুলিশ ট্রেনিং কলেজসহ বিভিন্ন স্থানে দায়িত্বপালন করেছেন জিল্লুর রহমান।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমের বড় ছেলে ঢাকার একটি ব্যাংকে কর্মরত। তার মৃত্যুতে বেনাপোলে শোকের ছায়া নেমে এসেছে।

জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।