সাড়ে ৪ হাজার দরিদ্র পরিবারকে ত্রাণ দিলেন মেয়র

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০২ এপ্রিল ২০২০

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র, দিনমজুর পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নিজস্ব অর্থায়নে চার হাজার হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়।

Benapole-Mayer-tran-2

যুবলীগ, আওয়ামী লীগ, সাংস্কৃতিক ফোরাম ও ছাত্রলীগের ১২০ জন কর্মী দিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের বাড়ি বাড়ি এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। খাদ্যসামগ্রী পেয়ে খুশি হন হতদরিদ্ররা।

Benapole-Mayer-tran-2

মেয়র আশরাফুল আলম লিটন বলেন, আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। এক সপ্তাহের খাদ্যসামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত রাখব। খাদ্যসামগ্রী আমরা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেব। আপনারা সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকব। এ সময় তিনি সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।