নাসিরনগরে করোনা সন্দেহে শিশুসহ ৫ জনের নমুনা সংগ্রহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০৭ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একই পরিবারের তিনজনসহ পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। তাদের বাড়ি নাসিরনগর উপজেলা সদরে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন তথ্যসূত্রে আমরা জানতে পারি ওই পাঁচজন সর্দি-কাশিতে আক্রান্ত। সেজন্য করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদের ডেকে এনে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ওই পাঁচজনের গলা এবং নাক থেকে নমুনা নিয়ে টেস্টটিউবে করে সংরক্ষণাগারে রাখা হয়েছে। এভাবে প্রতিদিনই আমরা নমুনা সংগ্রহ করব। বিভিন্ন উপজেলা থেকে এভাবে নমুনা সংগ্রহ করে একসঙ্গে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। স্থানীয়ভাবে নমুনা সংগ্রহের জন্য মেডিকেল টেকনোলজিস্টরা অনলাইনে প্রশিক্ষণ নিয়েছেন।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।