ভয়ে সর্দি-জ্বরের কথা লুকালেন গৃহবধূ, ৫ দিন পর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:২৫ এএম, ০৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক গৃহবধূর (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামে ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ২ এপ্রিল তিনি নারায়ণগঞ্জ থেকে রাণীখার গ্রামে আসেন বলে জানা গেছে। কয়েকদিন ধরেই তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন।

ধরখার ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহবধূ ও তার স্বামী নারায়ণগঞ্জে থাকতেন। রাণীখার গ্রামে আসার পর থেকে ওই গৃহবধূ জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। কিন্তু ভয়ে তার অসুস্থতার কথা কাউকে জানাননি। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবরে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের জন্য ওই গ্রামে যাচ্ছেন।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।