ঢাকা থেকে শরীয়তপুরে যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৫ এপ্রিল ২০২০

ঢাকা থেকে শরীয়তপুরের বাড়িতে যাওয়ার পথে লাইলি বেগম নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত আটদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ লাইলি বেগম (৩৫) শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের সুমন মোল্যার স্ত্রী ও একই ইউনিয়নের ঢালীকান্দি গ্রামের আনিছ উদ্দিন ঢালীর মেয়ে। লাইলি বেগমের সুমাইয়া নামে ১৭ বছরের এক মেয়ে ও সাকিবুল হাসান নামের ১০ বছরের এক ছেলে রয়েছে।

নিখোঁজ লাইলি বেগমের স্বামী সুমন মোল্যা বলেন, মার্চ মাসের শেষের দিকে লাইলি ডাক্তার দেখাতে ঢাকার মুগদা এলাকায় মামা শামসুল ব্যাপারীর বাসায় যায়। বুধবার (০৮ এপ্রিল) মামার বাসা থেকে শরীয়তপুরে রওনা দেয়। যাত্রাবাড়ী এলাকায় এসে দুপুর ১টা ২ মিনিটে লাইলি মোবাইলে জানায় মোটরসাইকেলযোগে মাওয়া ঘাটে আসবে। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তার পায়নি। লাইলির বাবা আনিস উদ্দিন ঢালী সোমবার এ ঘটনায় নড়িয়া থানায় জিডি করেছেন।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাটি ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় হওয়ায় আমরা তাদের স্বজনদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বলেছি।

মো. ছগির হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।