ঝুঁকি এড়াতে খোলা মাঠে বাজার স্থাপনের দাবি নাগরিক কমিটির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৭ এপ্রিল ২০২০

রংপুর সিটি বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়াও বিভিন্ন ধরনের দোকান খোলা রাখা হচ্ছে। সরকারি আদেশে যেগুলো বন্ধ রাখার কথা সেগুলোও রাখা হচ্ছে। সেই সাথে সিটি বাজারে কোনো রকম সরকারি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফলে প্রতিনিয়ত করোনা ঝুঁকিতে পড়ছে রংপুরবাসী।

এ অবস্থায় জনস্বার্থে জরুরি ভিত্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ, সবজি, মাছ মাংস, ফলমূলের দোকান ও কাঁচাবাজার সেখান থেকে স্থানান্তর করে খোলা মাঠে স্থাপনের দাবি জানিয়েছে করোনাভাইরাস প্রতিরোধ নাগরিক কমিটি।

করোনা ঝুঁকি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এ কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু বলেন, সরকারি নির্দেশে যেসব দোকান বন্ধ রাখার কথা তা রংপুর সিটি বাজারে মানা হচ্ছে না। এছাড়াও শারীরিক দূরত্ব মেনে চলাচল ও কেনাকাটা করার কোনো স্বাস্থ্যবিধি এ বাজারে পরিলক্ষিত হয় না। এ অবস্থা চলতে থাকলে করোনা ঝুঁকিতে পড়বে রংপুরবাসী। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে কেন্দ্রীয় ঈদগাহ (কালেক্টরেট) মাঠ, চেকপোস্ট মাঠ, কারমাইকেল কলেজ মাঠ ও পলিটেকনিক মাঠসহ বিভিন্ন খোলা মাঠে সপ্তাহে তিনদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে (৬ ফুট পরপর) দোকান স্থাপনের দাবি জানান তিনি।

যেখানে ক্রেতাসাধারণ ৩ ফুট পরপর চিহ্নিত স্থানে দাঁড়িয়ে বাজার করবেন। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিটি বাজার বন্ধেরও দাবি জানান তিনি।

এজন্য জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে এ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সিটি মেয়রের হস্তক্ষেপ কামনা করেন ফখরুল আনাম বেঞ্জু।

জীতু কবির/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।