গোপালগঞ্জে সাত বস্তা চালসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির সাত বস্তা চালসহ সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৭ এপ্রিল) তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার আব্দুল মান্নান শেখ ওরফে মান্নু গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও পাইকেরডাঙ্গা গ্রামের আক্কাস শেখের ছেলে।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি তাজুল ইসলামের নেতৃত্বে আব্দুল মান্নান শেখের বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। একই সঙ্গে সরকারি চাল মজুতের অভিযোগে আব্দুল মান্নান শেখকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মান্নানের ঘর ও তার ভাই ফারুক শেখের ঘর থেকে সাত বস্তা চাল উদ্ধার করা হয়। সরকারি চাল মজুত করায় আব্দুল মান্নান শেখকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, শুক্রবার সকালে তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তা গিয়াস উদ্দিন সুলতান বাদী আব্দুল মান্নান শেখকে আসামি করে মামলা করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এস, এম, হুমায়ূন কবীর/এএম/জেআইএম