স্বামীর সংস্পর্শে চিকিৎসক স্ত্রী ও শিশুসন্তান করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৮ এপ্রিল ২০২০

মাদারীপুরের শিবচর উপজেলায় এক নারী চিকিৎসক ও তার শিশুসন্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে শিবচর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক ও তার সাত বছরের শিশুকন্যা করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে ওই নারী চিকিৎসকের চিকিৎসক স্বামী করোনায় আক্রান্ত হন। তিনি নারায়ণগঞ্জ থেকে স্ত্রীর কাছে বেড়াতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টরস কোয়ার্টারে এসে করোনায় আক্রান্ত হন। বর্তমানে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ডক্টরস কোয়ার্টার লকডাউন করা হয়েছে। ওই ভবনে বাস করা চার চিকিৎসক পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনায় আক্রান্ত নারী চিকিৎসক ও তার সাত বছরের শিশুটি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। অবশ্য এর আগে ওই নারী চিকিৎসক ও তার শিশুর করোনা নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু গতকালের পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।

দেশের প্রথম লকডাউন হওয়া শিবচরে এ পর্যন্ত দুই চিকিৎসকসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন। দুজন সুস্থ ও বাকিরা আইসোলেশনে আছেন।

এ কে এম নাসিরুল হক/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।