মৃত্যুর ৪ দিন পর পজিটিভ রিপোর্ট পেয়ে গ্রাম লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৬ এপ্রিল ২০২০

মাদারীপুরের শিবচরে মহামারি করোনায় ভানু বেগম নামে এক গৃহবধূ মারা যাওয়ায় একটি গ্রাম লকডাউন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে শিবচর উপজেলা প্রশাসন উপজেলা কুতুবপুর ইউনিয়নের হাছেন মাদবরের কান্দি গ্রামটি লকডাউন করে দেয়। এর আগে ২২ এপ্রিল মারা যান ওই নারী।

শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভানু বেগম নামে এক গৃহবধূ করোনা উপসর্গ নিয়ে গত ১৯ এপ্রিল শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ২২ এপ্রিল তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরদিন তার ছেলে ও আত্মীয় স্বজনরা তাকে শিবচরের কুতুবপুরে নিজ বাড়িতে দাফন করেন। ওইদিনই স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর’এ পাঠিয়ে দেয়। আজ সকালে আইইডিসিআর থেকে জানানো হয় তিনি করোনায় মারা গেছেন।

এদিকে এ ঘটনা জানার পর আজ বিকেলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর থানা পুলিশ কুতুবপুর ইউনিয়নের হাছেন মাদবরের কান্দি গ্রামটি লাল কাপড় টাঙিয়ে লকডাউন করে দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. শশাঙ্ক ঘোষ, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ হেসেন পাশা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।