আক্রান্ত স্বামীর সংস্পর্শে স্ত্রীর করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:১১ পিএম, ৩০ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

বগুড়ায় নতুন করে আরও একজন নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় মোট ১৮ জন করোনায় আক্রান্ত হলেন। তবে একজন সুস্থ হওয়ায় এখন ১৭ জন রোগী চিকিৎসাধীন। ৩৫ বছর বয়সী আক্রান্ত ওই নারীর বাড়ি সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে।

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, আক্রান্ত নারীর হেলথ টেকনিশিয়ান স্বামী গত ২২ এপ্রিল করোনায় আক্রান্ত হন। স্বামীর সংস্পর্শে আসায় করোনায় আক্রান্ত হলেন স্ত্রীও।

তিনি আরও বলেন, বুধবার আমাদের হাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮ জনের ফলাফলের রিপোর্ট আসে। সেই ফলাফল অনুযায়ী চারজনের পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে একজন বগুড়ার ও তিনজন জয়পুরহাটের। বাকি ১৮২ জনের ফলাফল নেগেটিভ। সেই সঙ্গে অবশিষ্ট দুইজনের ফলাফল পুনরায় পরীক্ষা হবে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।