পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০১ মে ২০২০

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গাজীপুর লগডাউন। সেই সঙ্গে বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। এতে জেলার কয়েক হাজার পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এসব কর্মহীন পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। শুক্রবার বিকেলে তিনি নগরীর পাঁচ শতাধিক কর্মহীন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় তার বাসার সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

jubo

কামরুল আহসান রাসেল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে এসব খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সহায়তা দেয়া হয়েছে। এলাকার দরিদ্র, কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এ সহায়তা অব্যাহত থাকবে।

এর আগে তিনি মহানগরীর কয়েক হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। ওই সময় তিনি নিজ হাতে দরিদ্রদের ঘরের দরজার সামনে গিয়ে খাদ্যসামগ্রী রেখে আসেন।

আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।