পটুয়াখালীতে নতুন করে পুলিশ কর্মকর্তাসহ দুইজন করোনায় আক্রান্ত
পটুয়াখালীতে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) নতুন করে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখা দাঁড়ালো ২৯ জন। মঙ্গলবার (৫ মে) সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পটুয়াখালীতে পুলিশের এক এএসআই ও দুমকীর লেবুখালীর এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
পটুয়াখালী স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পটুয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। এদের মধ্যে চারজন সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও দুমকিতে পোশাককর্মী, পটুয়াখালী সদর উপজেলার এক বৃদ্ধ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও বাউফলের একজন পুরুষ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে আক্রান্তদের মধ্যে আইসোলশনে রয়েছেন ২২ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যা আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট ও ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে। ৬৪ জন চিকিৎসক ও ৭৭ জন নার্স করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন। রোগীদের জন্য হাসপাতালে জরুরি ওষুধ, পিপিই ও সার্জিক্যাল মাস্কের কোনো ঘাটতি নেই।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম