তিনদিনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ থেকে নেগেটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৮ মে ২০২০
ফাইল ছবি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই ব্যক্তির করোনা সংক্রমণ রিপোর্টে প্রথমে পজিটিভ এলেও তিনদিনের ব্যবধানে দ্বিতীয় বারের পরীক্ষায় এসেছে নেগেটিভ।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতাউল-গণি-উসমানী ।

তিনি জানান, এ স্বাস্থ্য কমেপ্লেক্সে ১০ দিনের রোস্টার ডিউটি শেষ করার পর কোনো রকম উপসর্গ ছাড়াই এখানকার মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক মো. দেলোয়ার হোসেনের করোনা পরীক্ষার নমুনা প্রথমে ৩ মে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে।

৫ মে করা এই পরীক্ষার রিপোর্টে তাদের শরীরে কোভিড-১৯ পজিটিভ আসে। পরে ৬ মে ময়মনসিংহের এসকে হাসপাতালে আইসোলেশনে পাঠানোসহ তাদের শরীর থেকে আবারও নমুনা সংগ্রহ করা হয়। এ নমুনায় একই ল্যাবের পরীক্ষায় গত ৭ মে রাতে ধরা পড়ে কোভিড-১৯ নেগেটভ।

তিনদিনের ব্যবধানে দু’রকম রেজাল্ট পেয়ে ৮ মে তৃতীয়বারের মতো তারা আবারও ওই ল্যাবেই নমুনা পাঠিয়েছেন পরীক্ষার জন্য।

কামাল হোসাইন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।