করোনায় মুক্তি পেলেন নেত্রকোনার ২০ কারাবন্দি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৮ মে ২০২০
ফাইল ছবি

প্রাণঘাতী করোনার বিস্তার রোধকল্পে সরকারের সাধারণ ক্ষমার আওতায় শুক্রবার নেত্রকোনা জেলা কারাগার থেকে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ২০ কয়েদীকে মুক্তি দিয়েছে নেত্রকোনা কারা কর্তৃপক্ষ।

নেত্রকোনা কারাগারের জেল সুপার আবদুল কুদ্দুস জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সারাদেশে ২ হাজার ৮৮৪ জন কয়েদীকে সাধারণ ক্ষমায় মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এরই প্রেক্ষিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা জেলা কারাগার থেকে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ২০ জন কয়েদীকে মুক্তি দিয়েছে নেত্রকোনা কারা কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, নেত্রকোনা জেলা কারাগারে মোট ধারণক্ষমতা চারশ জনের। বর্তমানে কারাগারে আছেন ৭১৪ জন। স্থান সংকুলানের জন্য নেত্রকোনা জেলা কারাগারের কিছু কয়েদী মুক্তির সিদ্ধান্ত নেয় সরকার। এরই প্রেক্ষিতে আমরা নেত্রকোনায় ৪২ জন লঘু অপরাধে সাজাপ্রাপ্ত কারাবন্দীদের তালিকা পাঠিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। শুক্রবার তাদের মধ্যে ২০ জনকে মুক্তি দেয়া হয়েছে। এরা সবাই লঘু অপরাধে ১ থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত কয়েদী।

কামাল হোসাইন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।