রূপগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ১১ সুস্থ ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছয়জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ওই ছয়জনকে করোনামুক্তির ছাড়পত্র দিয়েছে। তারা সবাই রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। সেই সঙ্গে নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার (১০ মে) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে করোনামুক্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ফয়সাল আহমেদ ও স্বাস্থ্য পরিদর্শক উত্তম সেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বলেন, করোনা আক্রান্ত রোগীরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও একটু সচেতন হলেই করোনাকে জয় করতে পারবেন। করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের ভালো ব্যবহার করা উচিত।
তিনি বলেন, ছয়জন সুস্থ হলেও নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে।
মীর আব্দুল আলীম/এএম/এমকেএইচ