জয়পুরহাটে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত
জয়পুরহাটে আরও পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এছাড়াও গোপীনাথপুর আইসোলেশন ইউনিট থেকে চারজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রোববার (১০ মে) রাতে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তরা করোনা রোগীর সংস্পর্শ ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে নিজ বাড়িতে এসেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ১৫৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়। এদের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। গোপীনাথপুর আইসোলেশন ইউনিটে ভর্তি একজন করোনা রোগীর নমুনা পাঠানো হলে তারও রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তরা হলেন- কালাই উপজেলার আতাহার গ্রামের একই পরিবারের ২০ বছরের তরুণী ও ৩৪ বছরের নারী, পাঁচগ্রামের ৩০ বছরের নারী, ধাপশিকটা গ্রামের ৩০ বছরের যুবক ও আক্কেলপুর উপজেলার রায়কালির খোসলাগাড়ী গ্রামের ৩২ বছরের যুবক।
সিভিল সার্জন আরও জানান, কালাইয়ের আক্রান্ত রোগীদের সোমবার (১১ মে) আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে নেয়ার প্রস্ততি চলছে। আর আক্কেলপুর খোসলাগাড়ী গ্রামের আক্রান্ত যুবকের বাড়িতে গিয়ে মেডিকেল টিম তাকে পায়নি। তবে তাকে আইসোলেশন ইউনিটে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও জয়পুরহাট টিটিসিতে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ২৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল বাপ্পী বলেন, উপজেলার নতুন আক্রান্ত চারজনের মধ্যে বেশির ভাগই করোনা রোগীর সংস্পর্শে গিয়ে আক্রান্ত হয়েছেন।
রাশেদুজ্জামান/আরএআর/জেআইএম