ফেনীতে ৮ হাজার মেট্রিক টন ধান-চাল কিনছে সরকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১২ মে ২০২০

ফেনীতে ৩ হাজার ৯৯৭ মেট্রিক টন বোরো ধান ও ৪ হাজার ৫৫৩ মেট্রিক টন চাল কিনছে সরকার। মঙ্গলবার সকালে জেলা খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।

এবার ফেনীতে সরকার নির্ধারিত ২৬ টাকা দরে প্রতি কেজি ধান, ৩৫ টাকা দরে আতপ চাল ও ৩৬ টাকা দরে সেদ্ধ চাল সরাসরি কৃষকদের থেকে সংগ্রহ করবে খাদ্য বিভাগ। তবে জেলা কৃষি বিভাগ থেকে দেয়া কৃষকদের চূড়ান্ত তালিকার বাইরে কারও থেকে ধান-চাল সংগ্রহ করবে না। এতে করে কৃষক তার উৎপাদিত ধান-চাল সরাসরি সরকারকে ন্যায্যমূল্যে সরবরাহ করার মাধ্যমে লাভবান হবেন।

ফেনী সদর উপজেলা খাদ্যগুদাম রক্ষক মো. শাহীন মিয়া বলেন, নিয়ম অনুযায়ী প্রতিজন কৃষক ২৬ টাকা মূল্যে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান গুদামে দিতে পারবেন। সরকার এই টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করবেন। কৃষকদের ধানের নমুনা কৃষি বিভাগ অথবা খাদ্য বিভাগ থেকে পরীক্ষার পর মান নিশ্চিত হয়ে সরকারি খাদ্যগুদামে ধান নিয়ে আসার অনুরোধ জানান এই কর্মকর্তা।

feni

জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, এবার ফেনীতে বোরো মৌসুমে ৯ হাজার ৯৯৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ২৬১, ছাগলনাইয়ায় ৭৪১, দাগনভূঞায় ১ হাজার ২৩, পরশুরামে ৩০০, ফুলগাজীতে ৫৩৪ ও সোনাগাজীতে ১৩৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

তিনি বলেন, একই সময়ে জেলায় ৩৬ টাকা দরে ২ হাজার ৭০০ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৫ টাকা দরে ১ হাজার ৮৫৩ মেট্রিক টন আপত চাল সংগ্রহ করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক তোফায়েল আহম্মেদ চৌধুরী বলেন, এবার ফেনীর ৬ উপজেলায় ২৬ হাজার ২১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ধান থেকে প্রায় ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হতে পারে। মঙ্গলবার পর্যন্ত জেলায় ৫৫ ভাগ জমির ধান কৃষকরা ঘরে তুলেছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী কৃষি অধিদফতরের উপপরিচালক মো. তোফায়েল আহম্মেদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার ও সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. শাহীন মিয়া।

রাশেদুল হাসান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।