ফেনীতে করোনা রোগীদের সেবায় যুক্ত হলেন আরও ১২ চিকিৎসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:১৩ পিএম, ১২ মে ২০২০

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীদের সেবা ও ফেনীতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন করে আরও ১২ চিকিৎসক যোগদান করেছেন। মঙ্গলবার নবনিযুক্ত চিকিৎসকদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ওই ১২ চিকিৎসক ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারা করোনা চিকিৎসার ডেডিকেটেড ফেনী হাসপাতাল ট্রমা সেন্টার ও মঙ্গলকান্দি স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশনে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

নবাগতদের মধ্যে রয়েছেন ডা. তাইফুর রহমান, ডা. দিলরুবা ইয়াসমিন, ডা. মো. জাকির হোসেন, ডা. অতনু চক্রবর্তী, ডা. শাওন নওসীন নুর চৌধুরী, ডা. মো. মমিনুল ইসলাম খান, ডা. মুহাম্মদ ফাহিম উদ্দিন কানন, ডা. মুহাম্মদ মশিউর রহমান মুন্না, ডা. আবদুল্লাহ আল ফয়সাল, ডা. আসিফ মাহমুদ চৌধুরী, ডা. মারজান আক্তার ও ডা. মৌমিতা রায়।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, নতুন করে জেলা ১২ জন চিকিৎসক পেয়ে স্বাস্থ্য বিভাগের সাহস আরও বেড়ে গেল। নবনিযুক্ত চিকিৎসরা চলমান মহামারিসহ জেলার স্বাস্থ্য সেবায় কাজ করবেন। তাদের ফেনী জেনারেল হাসপাতালে সাতদিনের বিশেষ প্রশিক্ষণ শেষে পদায়ন করা হবে।

রাশেদুল হাসান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।