করোনা জয় করে আবারও কর্মস্থলে স্বাস্থ্য সহকারী শিমুল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৫ মে ২০২০

করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিয়ম মেনে যুদ্ধ করে জয়ী হয়েছেন শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্বরত হাসানুজ্জামান শিমুল। সুস্থ হয়েই বৃহস্পতিবার শিমুল তার নিজ কর্মস্থলে যোগদান করছেন।

১৪ দিন নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পর দুইবার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে করোনামুক্ত ঘোষণা করেন। এর আগে গত ২৫ এপ্রিল বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্বরত অবস্থায় তিনি অসুস্থ বোধ করলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী স্বাস্থ্য সহকারী হাসানুজ্জামান শিমুলের সুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার শিমুল তার নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

করোনা জয়ী স্বাস্থ্য সহকারী হাসানুজ্জামান শিমুল বলেন, তিনি করোনা যুদ্ধে জয়ী হয়ে আবারও মানুষের সেবায় কাজ করতে পেরে আনন্দিত। যারা তাকে বিভিন্নভাবে মনোবল যুগিয়েছেন সেই চিকিৎসক আর শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন শিমুল।

এদিকে করোনা প্রতিরোধে ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত আরো ৫ স্বাস্থ্যকর্মী ও মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তারা এখনও সুস্থ আছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

জামাল হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।