ফেনীতে নতুন করে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১৬ মে ২০২০
প্রতীকী ছবি

ফেনীতে নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জন। দুই চিকিৎসকসহ সুস্থ হয়েছে আটজন। শনিবার (১৬ মে) রাতে ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ফেনী সদরের ১১ জন, দাগনভূঞার তিনজন, ছাগলনাইয়ার তিনজন ও পরশুরামের চারজন রয়েছেন।

ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শনিবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল থেকে এখনও প্রতিবেদন আসেনি।

ফেনী স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় শনিবার পর্যন্ত ৯৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৭৬০ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।

ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদরের ২২ জন, ছাগলনাইয়ার ১১ জন, দাগভূঞার আটজন, সোনাগাজীর দুইজন, ফুলগাজীর দুইজন, পরশুরামের চারজন ও অন্য আরও দুইজন রয়েছেন। এদের মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রাশেদুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।