বেনাপোলে সরকারি গাছ কেটে নিল প্রভাবশালীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৭ মে ২০২০

যশোরের বেনাপোল পোর্ট থানার বাইপাস সড়ক থেকে তিনটি গাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনায় বন বিভাগ কাউকে আটক বা গাছ উদ্ধার করতে পারেনি। তবে পুলিশ অভিযুক্ত রাজু নামে একজনকে আটক করলেও প্রভাবশালীদের তদবিরে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ মে) বিকেলে বেনাপোল পৌর এলাকার ইরানী রাইস মিলের মালিক এ গাছ তিনটি কেটে নেন।

এদিকে ইরানী রাইস মিলের মালিক অভিযুক্ত রাজু জানান, তিনি সমিতির লোকজনদের জানিয়ে মিলের রাস্তার জন্য গাছ কেটেছিলেন। গাছ তিনটি পোর্ট থানা পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।

jagonews24

শার্শা উপজেলা বন বিভাগের কর্মকর্তা আব্দুল গনি জানান, গাছ কাটার বিষয়ে সমিতির লোকেরা তাকে আগে কিছু জানাননি। পোর্ট থানা পুলিশ বিকেল ৫টায় গাছ কাটার ঘটনা তাকে জানান। অফিসে জনবল কম থাকায় তিনি ব্যবস্থা নিতে পারেননি। রোববার (১৭ মে) এলাকায় গিয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, লোকমুখে অভিযোগ পেয়ে অভিযুক্ত রাজুকে থানায় ধরে আনা হয়েছিল। পরে বন বিভাগের সঙ্গে কথা বলে তাকে গাছের আরেক অংশীদার সমিতির জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। গাছগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, সুবিধা নিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা। তাই অপরাধীকে আটক করলেও গাছ উদ্ধার না করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

মো. জামাল হোসেন/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।