স্ত্রীকে নিয়ে হাসপাতালে স্বামী, ঘরে আগুন দিল দুর্বৃ্ত্তরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৮ মে ২০২০

যশোরের শার্শায় মিজানুর রহমান নামে এক ব্যক্তির বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শার্শা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মিজানুর রহমান।

মিজানুর রহমানের অভিযোগের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সিংগা গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে মিজানুর রহমান (৫২) দীর্ঘ ৭-৮ বছর ধরে উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে ১৮ বিঘা জমি লিজ নিয়ে কুল চাষ ও সেখানে বসবাস করে আসছেন। ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আমান (৪৫), মৃত রব্বেল মিয়ার ছেলে মিলন হোসেন (৪৫), জাহাঙ্গীর হোসেনের ছেলে জব্বারুল (৪৫) ও জাহিদ (২২) দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

সোমবার সকালে আমান তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তাকে হুমকি দেন। এ সময় তিনি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে একটি ক্লিনিকে ছিলেন। পরে খবর পান তার বসতবাড়িতে আমানরা একত্রিত হয়ে আগুন দিয়েছেন। আগুনে বসতবাড়িসহ অন্যান্য সবকিছু পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তবে অভিযোগের ব্যাপারে আমান বলেন, আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তার ঘর পুড়েছে এটা সত্য। তবে কে বা কারা পুড়িয়েছে তা আমার জানা নেই। আমি মিজানকে ফোন দিয়ে সকালে একটি বিষয় জানতে চেয়েছিলাম মাত্র।

শার্শা থানার ওসি (তদন্ত) ফরিদ ভূঁইয়া বলেন, বসতবাড়িতে আগুন দিয়েছে এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। তার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি যাবে। মঙ্গলবার সকালে পুলিশ যাবে। অভিযোগ পাইনি, পেলে দেখব।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।