সাড়ে ৩ টন সরকারি চাল কালোবাজারে বিক্রি করে দিলেন ডিলার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৮ মে ২০২০

হবিগঞ্জের লাখাই উপজেলায় ওএমএসের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে উজ্জল মিয়া নামে এক ডিলারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ডিলার উজ্জল উপজেলার জিরুন্ডা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ডিলার উজ্জল মিয়া সরকারি খাদ্যবান্ধব চালের ডিলার। তিনি গোপনে সাড়ে ৩ টন চাল গ্রাহকদের না দিয়ে কালোবাজারে বিক্রি করে দেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় কালোবাজারে চাল বিক্রির সত্যতা পাওয়ায় ডিলার উজ্জলকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে তার ডিলারশিপ বাতিল করা হয়। উজ্জল মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, এর আগেও অনিয়মের অভিযোগে বানিয়াচং উপজেলার এক ডিলারকে কারাগারে পাঠানো হয়েছে। তারপরও ডিলাররা অনিয়ম করছেন। সোমবার লাখাই উপজেলার এক ডিলারকে কারাদণ্ড দেয়া হলো। জেলার সব ডিলারকে সতর্ক করে বলছি, অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।