১৭ বস্তা সরকারি চালসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৩৩ পিএম, ১৮ মে ২০২০

সিরাজগঞ্জের সলঙ্গার বড়গোজা গ্রামের দুটি বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চালসহ আব্দুল কাদের নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেলে সলঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বড়গোজা গ্রামের জাবেদ আকন্দের ছেলে আব্দুস সামাদ ও আব্দুর রশিদের ছেলে আব্দুল কাদেরের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, সলঙ্গা থানা যুবলীগের আহ্বায়ক মোখলেসুর রহমান ওই এলাকার ডিলার। তিনি আজ চাল বিতরণ করেছেন।

তবে আটক আব্দুল কাদের জানান, তারা উপকারভোগীর কাছ থেকে চালগুলো কিনেছেন।

sirajgonj02

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামন বলেন, খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় সরকারি চাল মজুত রাখায় আব্দুল কাদেরকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে উল্লাপাড়া উপজলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো. তাজুল হুদা, ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন করিব, উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান, আসলাম উদ্দিন, সোহাগ, ইয়ামিন, সহকারী উপপরিদর্শক আসাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।