ঈদ উপলক্ষে সলঙ্গায় ১৪৫ পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯ পিএম, ১৮ মে ২০২০

নাইমুড়ী-রুয়াপাড়া গ্রাম উন্নয়ন সংঘের উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গার দুস্থ ও অসহায় ১৪৫ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮মে) সকালে নাইমুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, ডাল, সেমাই, চিনি, গুঁড়ো দুধ, পেঁয়াজ, আলু ও মসলা।

সামাজিক দূরত্ব বজায় রেখে নাইমুড়ী-রুয়াপাড়া গ্রাম উন্নয়ন সংঘের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদ উদ্দিনের সভাপতিত্বে এসব ত্রাণ বিতরণ করা হয়।

সংঘের সেক্রেটারি শরীফুল ইসলাম সরকারের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মেম্বার হারুন অর রশিদ তালুকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. কোরবান আলী, স্থানীয় মেম্বার জহুরুল ইসলাম মজনু ও আব্দুল মান্নান তালুকদার।

Solanga

নাইমুড়ী-রুয়াপাড়া গ্রাম উন্নয়ন সংঘের সভাপতি আসাদ উদ্দিন সংঘের কার্যক্রম তুলে ধরে বলেন, যেকোনো উদ্যোগ সফল করতে পারে সংঘবদ্ধ যুবশক্তি। আমরা এই এলাকার তরুণ যুবকদের নিয়ে একটি আদর্শ ও উন্নত সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখছি। আমাদের সংঘের উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন সময় অসহায় মানুষকে সহযোগিতা করা, বিনামূল্যে চিকিৎসা দেয়া, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য কোচিং, ভর্তি ফি, বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থাসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

করোনা পরিস্থতিতে এলাকার চিকিৎসক, সাংবাদিক, চেয়ারম্যান-মেম্বার, রাজনৈতিক নেতাদের এবং সংঘের স্বেচ্ছাসেবকদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। সংঘের উদ্যোগ আগামীতে এলাকার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংঘের সহ-সভাপতি সুলতান মাহমুদ ও আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মন্ডল, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মিলন ও মুকুল প্রমুখ।

এফএইচ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।