তাড়াশে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৯ মে ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে প্রথমবারের মতো দুজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. জামাল মিয়া শোভন জানান, বগুড়ায় পাঠানো নমুনার মধ্যে আজ (মঙ্গলবার) ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারা হচ্ছেন উপজেলার কাস্তা গ্রামের বেলাল হোসেনের ছেলে ফিরোজ মাহমুদ (২৮) ও গুল্টা গ্রামের মাজেদ আলীর ছেলে রাসেল রানা (২৬)।

তিনি আরও জানান, করোনা আক্রান্তরা কী অবস্থায় আছেন তা জানতে তাদের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।