সাভারে করোনা আক্রান্তের সংখ্যা ২০৯

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৯ মে ২০২০

সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন সাভার ফায়ার সার্ভিসের চারজন কর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী, শিল্প পুলিশের দুই সদস্য, এক কনস্টেবল ও বেসরকারি হাসপাতালের দুই কর্মীসহ তৈরি পোশাক কারখানার কয়েকজন শ্রমিক। এ নিয়ে সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করোনাভাইরাস পরীক্ষার জন্য সোমবার ৬২ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়েছিল। সেখান থেকে মঙ্গলবার ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, সাভারে এখন পর্যন্ত এক হাজার ১৭৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। যার মধ্যে ২০৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। বাড়িতে আইসোলেশনে আছেন ৭০ জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া এখন পর্যন্ত সাভারে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চারজন।

আল-মামুন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।