সিরাজগঞ্জে আম্ফানের প্রভাবে গাছ ভেঙে পড়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২১ মে ২০২০
ফাইল ছবি

সিরাজগঞ্জে সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে ঝড়ে হাওয়ায় গাছচাপায় দেলসাত আলী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোমিন ও ছালাম নামে দুইজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দেলসাত আলী কাজিপুর ইউনিয়নের প্রজারপাড়া গ্রামের মৃত আজিজল সেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।

নিহতের পরিবার জানায়, রাতে সদর উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের গজারিয়া বাসস্ট্যান্ডের নিকট ঝড়ে হাওয়ায় একটি মরা গাছ ভেঙে দেলসাত আলী, মোমিন ও ছালামের মাথা ওপর পড়ে। পরে আহত অবস্থায় চিকিৎসার জন্য তাদের শহরের আভিসিনা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলসাত আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাদ হাসান সিদ্দিকী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে ওই যুবক কী কারণে মারা গেছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।