সুনামগঞ্জে পুলিশসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২১ মে ২০২০

সুনামগঞ্জে দুই পুলিশ সদস্যসহ নতুন করে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ঢাকার ল্যাব থেকে পাঠানো নমুনার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে ও সুস্থ হয়েছেন ৫০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

জানা যায়, সুনামগঞ্জ পুলিশ লাইনসের দুইজন পুলিশ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া তাহিরপুর উপজেলায় তিনজন ও ছাতক উপজেলায় একজন করোনা আক্রান্ত হয়েছেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, করোনা আক্রান্ত দুই পুলিশ সদস্য জেলা শহরের ওয়েজখালীর পুলিশ লাইনস হাসপাতালে আইসোলেশনে আছেন। অন্যদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি।

১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত ৮৯ জনে দাঁড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

মোসাইদ রাহাত/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।