সিরাজগঞ্জে চিকিৎসক দম্পতিসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত
সিরাজগঞ্জে নতুন করে চিকিৎসক দম্পতিসহ আরও ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তাড়াশে চিকিৎসক দম্পতি, একজন স্বাস্থ্যকর্মী, সদরে দুইজন ও বেলকুচিতে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জন।
রোববার (২৪ মে) সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুর রহমান নতুন করে ছয়জনের দেহে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আক্রান্তদের মধ্যে তাড়াশে চিকিৎসক দম্পতি ও একজন স্বাস্থ্যকর্মীসহ তিনজন। এছাড়াও সদরের দুইজনের মধ্যে একজন শহরের গোশালা এলাকার সাবেক ছাত্রলীগ নেতা ও দত্তবাড়ী এলাকার এক নাপিত। তিনি সাভারের একটি সেলুনে কাজ করতেন। পাঁচদিন আগে সিরাজগঞ্জে আসার পর তার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে বেলকুচির একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে ১৭ মে তিনি বেলকুচিতে আসেন। পরে তার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে শনিবার সন্ধ্যায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই- জাহান জানান, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর