ঘুম থেকে উঠে মায়ের ঝুলন্ত লাশ পেল সন্তানরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টঙ্গী (গাজীপুর)
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৮ মে ২০২০
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় সুইটি পালমা (৩৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তিনি স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন।

সুইটি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মাইকেল পালমার মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে স্থানীয় একটি বেসরকারি স্কুলের ৭ম শ্রেণির ও মেয়ে একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে নিজ বাসায় সুইটির ঝুলন্ত লাশ দেখতে পায় তার সন্তানরা। আশপাশে জানাজানি হলে আত্মীয়-স্বজন এসে স্থানীয় থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।