রংপুরে পুলিশ-আনসারসহ আরও ১০ জনের করোনাজয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ৩০ মে ২০২০

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও ১০ জন বাড়ি ফিরলেন। শনিবার (৩০ মে) দুপুরে করোনামুক্ত হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়।

ছাড়পত্রপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- আনসার সদস্য হজরত আলী (২৯), মাজেদুল ইসলাম (৩৮), সাইফুর রহমান (৩৯) ও সাইফুল ইসলাম (৪০), পুলিশ সদস্য হাবিবুর রহমান (৩৩), ইসতিয়াক (২৯), সামসুজ্জোহা (২৫), বকুল রানা (২১) ও নেসার আহমেদ (২২) এবং বিটিভির কর্মকর্তা আতিকুর রহমান (৩২)। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী জাগো নিউজকে বলেন, চার আনসার সদস্য ও পাঁচ পুলিশ সদস্য গত ১৫ মে এবং বিটিভির কর্মকর্তা ১৭ মে করোনায় আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

korona

এই ১০ জনের শরীরে করোনার উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় শনিবার তাদের ছাড়পত্র দেয়া হয়।

এ নিয়ে মোট ৬৫ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ৩১ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জিতু কবীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।