বিদ্যুৎ না থাকায় হয়নি পরীক্ষা, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৬ জুন ২০২০

বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে মো. শাহাজাহান নামে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে তিনি নিজ বাসায় মারা যান।

তার আত্মীয় মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমার চাচা সপ্তাহখানেক ধরেই জ্বর, সর্দি-কাশি, বুকে ব্যথাসহ বিভিন্ন সমস্যা নিয়ে অসুস্থ ছিলেন। সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা রোগ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা দেয়। কিন্তু বান্দরবান সদরে সারাদিন বিদ্যুৎ না থাকার কারণে পরীক্ষাগুলো করানো যায়নি। আজ বিকেলেই তিনি মারা যান’।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জসিম উদ্দিন জানান, বনরুপা পাড়ায় একজন রোগী মারা গেছে খবর পেয়েছি। অসুস্থ অবস্থায় সকালে বেশ কয়েকজন রোগীকে বান্দরবান হাসপাতালে আনা হয়েছিল কিন্তু বিদ্যুৎ না থাকায় রোগীদের বিভিন্ন পরীক্ষা করা সম্ভব হয়নি।

তিনি জানান, পরের দিন হাসপাতালে পরীক্ষার জন্য আসতে বলা হয়েছিল। তবে করোনা উপসর্গ নিয়ে আলাদা কোনো রোগী করোনা ইউনিটে এসেছিলেন কিনা সেটি জানা নেই।

সৈকত দাশ/এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।