নদীতে ভাসা লাশের বুকে গুলির চিহ্ন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১০ জুন ২০২০

যশোরের শার্শা সীমান্তে পাঁচভুলোট গ্রামের গাজিপাড়ার ইছামতি নদী থেকে শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শরিফুল পুটখালী রাজগঞ্জ গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। বুধবার (১০ জুন) বেলা ১১টার দিতে নদীতে মরদেহ ভাসতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাঁচভুলোট গ্রামের গ্রামের নিসার আলী জানান, বুধবার বেলা ১১টার দিকে স্থানীয়রা নদীতে গেলে নিহতের মরদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেয়। ঘটনাস্থলে বিজিবি পৌঁছে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, সোমবার (০৮ জুন) শরিফুল বাড়ি থেকে বের হন। তার আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। দুইদিন পর পাঁচভুলোট গ্রামের গাজিপাড়া ইছামতি নদীতে মরদেহ ভাসতে দেখা যায়। শরিফুল মাঝেমধ্যে গরু আনতে ভারতে যেতেন।

নিহত যুবকের দাদা কওসার আলী বলেন, নিখোঁজ হওয়ার রাতে পুটখালির রাজগঞ্জ গ্রামের তাজুলের সঙ্গে বের হয় শরিফুল। তাজুল বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন দিয়ে ভারত থেকে গরু বাংলাদেশে নিয়ে আসে। যেহেতু তার শরীরে গুলির চিহ্ন রয়েছে সেহেতু ভারতের সীমান্তরক্ষীরা তাকে গুলি করে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিতে পারে।

বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনারুল ইসলাম বলেন, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না দেখে নিশ্চিত করা যাচ্ছে না তার মৃত্যুর রহস্য। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে তার বুকে গুলির চিহ্ন রয়েছে।

জামাল হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।