করোনা শনাক্তের পরদিনই কাউন্সিলরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:০২ পিএম, ১১ জুন ২০২০

নোয়াখালীর কবিরহাট পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে (৩৯) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনতপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

আনোয়ার হোসেন কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের জৈনতপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফজলুল হক বাকের অপু বিষয়টি নিশ্চিত করে জানান, আনোয়ার হোসেনের শরীর থেকে গত ৩ জুন নমুনা সংগ্রহ করা হয়। বুধবার (১০ জুন) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা শনাক্তের একদিন পর বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।