খুলনায় সর্বোচ্চ ৩৫ জনের করোনা শনাক্ত, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:৩৩ পিএম, ১১ জুন ২০২০

দোকানপাট বন্ধের প্রথমদিনে খুলনায় সর্বোচ্চ ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ৩৯ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে খুলনা জেলাসহ নগরীর ৩৫ জন।

এছাড়া ঝিনাইদহের দুইজন, সাতক্ষীরা ও মাগুরার একজন করে রয়েছেন। বৃহস্পতবিার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।

খুলনা জেলা ও মহানগরীতে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বুধবার (১০ জুন) জেলা ও মহানগরীতে ৩১ জন রোগী শনাক্ত হন। ওই দিন খুলনার নমুনা ছিল ১৬৩টি। বৃহস্পতবিার নমুনা ছিল ১৬৮টি। প্রতিদিন খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে করে উৎকণ্ঠা বাড়ছে খুলনাবাসীর।

খুলনা মেডিকেল কলেজের (খুমকে) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, বৃহস্পতিবার খুমকের ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনার নমুনা ছিল ১৬৮টি। এর মধ্যে মোট ৩৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। যার ৩৫ জনই খুলনার। বাকিরা সাতক্ষীরা, মাগুরা ও ঝিনাইদহের।

আলমগীর হান্নান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।