বান্দরবানের ডিসি করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:১৪ এএম, ১২ জুন ২০২০

 

বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো. দাউদুল ইসলামের করোনাভাইরাস পজিটিভ বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক এ তথ্য নিশ্চিত করেন ।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার পাওয়া করোনা প্রতিবেদনে বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এবং শহরের বেসরকারি হাসপাতাল হিলভিউর মেডিকেল আবাসিক কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ জন।

গত ১৬ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বান্দরবানের প্রথম করোনা পরীক্ষা শুরু হয়। বান্দরবান জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৭৮ জন। করোনায় মারা গেছেন একজন। করোনার ১৫০৮ নমুনা পরীক্ষার মধ্যে ৫৮৪টির প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।

সৈকত দাশ/এএম/এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।