করোনাভাইরাস : যশোরে আরও ২৪ জন পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১২ জুন ২০২০
প্রতীকী ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, ল্যাবে মোট ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা পজিটিভ এবং ২৬৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এর মধ্যে যশোরের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের, নড়াইলের ২৮ জনের নমুনা পরীক্ষা করে একজনের, মাগুরার ৪০ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের, সাতক্ষীরায় ১২৫ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। পাশাপাশি বাগেরহাটের ২৮ জনের নমুনা পরীক্ষায় সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।