করোনাভাইরাস : ফেনীতে পুলিশসহ আরও ২৯ জন আক্রান্ত
ফেনীতে ৮৩টি নমুনা পরীক্ষা করে আরও দুই পুলিশ সদস্যসহ নতুন করে ২৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
রোববার (১৪ জুন) নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় পাঁচজন, সোনাগাজীতে একজন, দাগনভূঞায় ১২ জন, ফুলগাজীতে ১১ জন। গতকাল নতুন করে ২১৪টি নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের গণমাধ্যম সমন্বয়ক আবু ইউসুফ বলেন, ফেনীর ছয় উপজেলায় এ পর্যন্ত ৪৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১২ জন। মারা গেছেন ১০ জন। বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৫ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৫৮ জন। নতুন আক্রান্তদের মাঝে ফুলগাজী থানায় কর্মরত পুলিশের দুই এএসআই রয়েছেন। তারা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত ফেনীতে তিন হাজার ৬২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর বিপরীতে পরীক্ষাগার থেকে দুই হাজার ৭৭১ জনের ফলাফলে ৪৯৫ জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত ৮৫৪টি নমুনার ফলাফল অপেক্ষমান রয়েছে। শনিবার ২১৪টি নমুনা নতুন করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৪৯৫ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ১৭৬ জন, সোনাগাজীতে ৮৪ জন, দাগনভূঞায় ১২০ জন, ছাগলনাইয়ায় ৬২ জন, ফুলগাজীতে ২১ জন ও পরশুরামে ২৩ জন এবং অন্যান্য উপজেলার নয়জন রয়েছেন।
রাশেদুল হাসান/এএম/এমকেএইচ