করোনা কেড়ে নিল মাদরাসা শিক্ষকের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৫ জুন ২০২০

ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছালাহ উদ্দিন বাবুল (৪৮) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) রাত ১০টার দিকে মতিগঞ্জ ইউনিয়নের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ওই শিক্ষকের পরিবারের আরও চারজন করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২ জুন শিক্ষক ছালাহ উদ্দিন বাবুলের পরিবারের চার সদস্যের দেহে করোনা শনাক্ত হয়। ৪ জুন বাবুলের শরীরেও করোনা ধরা পড়ে। সেই থেকে ওই পরিবারের করোনা আক্রান্ত পাঁচ সদস্য দৌলতকান্দি গ্রামের ভেন্ডার বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন। উপজেলা প্রশাসন বাড়িটি লকডাউন ঘোষণা করে তাদের খাবার ও পথ্য সরবরাহ নিশ্চিত করে আসছিল। স্বাস্থ্য বিভাগও নিয়মিত সেবা দিয়ে আসছিল ওই পরিবারের সদস্যদের। রোববার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে শিক্ষক বাবুলের মৃত্যু হয়। রাত দেড়টার দিকে স্বাস্থ্যবিধি মেনে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, বাবুল ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর চৌধুরী পাড়া হুমায়রা বালিকা দাখিল মাদরাসার ইংরেজি শিক্ষক ছিলেন। তিনি মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম আবদুল ওহাবের কনিষ্ঠ ছেলে। ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও এক মেয়ের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, একই পরিবারের পাঁচ সদস্যের দেহে করোনা শনাক্ত হওয়ার পর থেকে আমরা সব ধরনের সেবা নিশ্চিত করার চেষ্টা করেছি। কিন্তু ছালেহ উদ্দিন বাবুলকে বাঁচানো গেল না।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনীতে এ পর্যন্ত ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১২ জন সুস্থ হয়েছেন এবং ১১ জন মারা গেছেন। সর্বাধিক ঝুঁকিপূর্ণ আটটি এলাকায় লকডাউন কার্যকর করা আছে।

রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।