শর্টগান পরিষ্কার করার সময় গুলিতে পুলিশ কনস্টেবল আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৫ জুন ২০২০
প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া থানার পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন (২৮) নিজের সরকারি শর্টগানের গুলিতে আহত হয়েছেন। তাকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

কালিয়া থানা পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আহত কনস্টেবল আলমগীর হোসেন ওইদিন সকাল ৯টার দিকে তার নিজের নামে বরাদ্দ থাকা সরকারি শর্টগানটি গুলি ভর্তি অবস্থায় পরিষ্কার করার সময় একটি গুলি বের হয়ে তার বাম হাতের আঙ্গুলে বিদ্ধ হয়েছে। এরপর তাকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিলু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।